যাঁরা প্রথম ডোজ থেকে বাদ পড়বেন, তাঁদেরও টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যসচিব

নারায়ণগঞ্জে টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া। আজ সস্তাপুরের কমর আলী উচ্চবিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

করোনার টিকার প্রথম ডোজ থেকে যাঁরা বাদ পড়বেন, তাঁদেরও টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। তিনি বলেন, ‘সারা দেশে এক কোটি মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়ার কার্যক্রম চলছে। নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২১৭টি কেন্দ্রে সাড়ে ৬ হাজার স্বাস্থ্যকর্মী টিকাদানে কাজ করছেন। আশা করছি, আজ নারায়ণগঞ্জে ছয় থেকে সাত লাখ মানুষকে টিকা দিতে পারব।’

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদরের কমর আলী উচ্চবিদ্যালয়ে টিকা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যসেবার সিনিয়র সচিব এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস প্রমুখ।

লোকমান হোসেন মিয়া বলেন, ‘সারা দেশে টিকা কার্যক্রমে মানুষের ব্যাপক সাড়া পড়েছে। আমরা বিজিএমইএ, বিকেএমইএ, দোকান মালিক সমিতিসহ সবাইকে টিকা নেওয়ার ব্যাপারে অনুরোধ করেছি। কেউ টিকা না নিলে ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহন চালাতে পারবেন না। আশা করছি, আজ এক কোটির বেশি টিকা দেওয়া সম্ভব হবে।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘আমরা দুই দিন আগে দুবলার চর জেলেপল্লির জেলেদের টিকা দিয়েছি। আমাদের এ টিকা কার্যক্রম চলমান থাকবে।’

এক দিনে এক কোটি টিকাদান কর্মসূচি পরিদর্শন করছেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া। আজ সস্তাপুরের কমর আলী উচ্চবিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

যাঁরা বুস্টার ডোজ নিয়েছেন, তাঁদের আর টিকা নিতে হবে কি না জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব স্বাস্থ্যসচিব বলেন, ‘আমেরিকায় লাখ লাখ মানুষ মারা গেছে, ব্রিটেনে লক্ষাধিক, আমাদের প্রতিবেশী দেশ ভারতে এক লাখ মানুষ মারা গেছে; সেখানে আমাদের মৃত্যু হয়েছে ৩২ থেকে ৩৩ হাজার। পৃথিবীর মধ্যে টিকাদানে আমরা দশম অবস্থানে আছি। এর ফলে করোনার তৃতীয় ঢেউ অমিক্রনে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁরা অধিকাংশই সুস্থ হয়েছেন। আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় মৃত্যুর হার খুবই কম। দুই ডোজ টিকা আমাদের সুরক্ষা দিয়েছে। আমরা আশা করছি, যাঁরা নেননি, তাঁরা আজ টিকা নেবেন। যাঁরা বাদ পড়বেন, তাঁরা টিকার আওতায় চলে আসবেন, নিরাপদ থাকবেন।’ টিকাদান একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, যত দিন কোভিড থাকবে, তত দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী টিকা কার্যক্রম চলবে।