‘যাঁরা সিন্ডিকেট করে মূল্য বাড়াচ্ছেন, তাঁরা সরকারেরই লোক’

বরিশালে বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের তিন দিনব্যাপী কেন্দ্রীয় কংগ্রেস (প্লেনাম) শুরু হয়েছে। বুধবার সকালে নগরের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে
ছবি : প্রথম আলো

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নিয়ে বরিশালে বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের তিন দিনব্যাপী কেন্দ্রীয় কংগ্রেস শুরু হয়েছে। এ সময় বক্তারা বলেন, দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। একদিকে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন, অন্যদিকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে মানুষ আজ অসহায়। এ অবস্থা থেকে উত্তরণে বাম দলগুলোর বৃহত্তর ঐক্য ও গণ–অধিকার আদায়ে জনসংগ্রামের বিকল্প নেই।

আজ বুধবার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ কেন্দ্রীয় কংগ্রেস শুরু হয়। সংগঠনের নেতারা বলেন, আজ শুরু হওয়া এ কংগ্রেস চলবে ২৫ মার্চ পর্যন্ত। তিন দিনের এ জাতীয় কংগ্রেসে বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতারা যোগ দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সাত্তার, সদস্য রণজিৎ চট্টোপাধ্যায়, সংগঠনটির নেতা শামীম ইমাম, নজরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন নৃপেন্দ্রনাথ বাড়ৈ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজারে সরকারের কোনো তদারকি নেই। কারণ যাঁরা বাজারে সিন্ডিকেট করে মূল্য বাড়াচ্ছেন, তাঁরা সরকারেরই লোক। ডিজিটাল নিরাপত্তা আইন নামে দমনমূলক আইনের মাধ্যমে বাক্‌স্বাধীনতা আর মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দিনের ভোট রাতে করে এ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে লুটপাটকেন্দ্রিক ফ্যাসিবাদী দুঃশাসনকে পাকাপোক্ত করেছে।

বক্তারা আরও বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলে তারা জনগণের স্বার্থের কথা চিন্তা করে না। দেশের মানুষ বাঁচুক কিংবা মরুক, তাতে তাদের কিছুই যায়–আসে না। বাংলাদেশ এখন লুটেরাদের স্বর্গরাজ্য। এ অবস্থা অবসানে বাম জোটের আন্দোলনে শামিল হওয়ার সময় এসেছে। ফ্যাসিবাদী এ সরকারের দুঃশাসন থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষার জন্য বাম গণতান্ত্রিক জোটগুলোকে দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে।