যান্ত্রিক ত্রুটির কারণে বন্যার্তদের বিশুদ্ধ পানি না দিয়েই ফিরল গাড়ি

সিলেটের কোম্পানীগঞ্জ সদর উপজেলায় বন্যার্তদের বিশুদ্ধ পানি সরবরাহ করতে গিয়েছিল ভ্রাম্যমাণ পানির গাড়ি। তবে যান্ত্রিক ত্রুটির কারণে পানি সরবরাহ না করেই ফিরে আসতে হয় গাড়িটিকে
ছবি: প্রথম আলো

সিলেটের কোম্পানীগঞ্জ সদর উপজেলায় বন্যার্তদের বিশুদ্ধ পানি সরবরাহ করতে গিয়েছিল ভ্রাম্যমাণ পানির গাড়ি। তবে যান্ত্রিক ত্রুটির কারণে দেখা দেয় বিপত্তি। ফলে পানি সরবরাহ না করেই ফিরে আসতে হয়েছে গাড়িটিকে।

সিলেট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ওই গাড়ি সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা সদরে পৌঁছায়। সেখানে যাওয়ার পর গাড়ির চালক ও অপারেটর আবদুস সালাম পানি বিশুদ্ধ করার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করার চেষ্টা করেন। তবে পানি ওঠানোর পাম্প কাজ করছিল না।

গাড়িটি রাখা হয়েছিল উপজেলা সদর বাজারের সামনের রাস্তায়। সেখানে আবদুস সালামের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি বলেন, ‘পাম্পে পানি আসছে না। স্থানীয় মেকানিক দিয়ে মেরামতের চেষ্টা করছি। ঠিক হলে পানি দেওয়া সম্ভব হবে।’

বিশুদ্ধ পানিবাহী গাড়ি আসার খবর পেয়ে রাস্তার পাশে কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চবিদ্যালয়, জামিয়া রাহামানিয়া মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া শতাধিক বন্যার্ত মানুষ সেখানে ভিড় করেন।

এদিকে বিশুদ্ধ পানিবাহী গাড়ি আসার খবর পেয়ে রাস্তার পাশে কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চবিদ্যালয়, জামিয়া রাহামানিয়া মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া শতাধিক বন্যার্ত মানুষ সেখানে ভিড় করেন। অপেক্ষায় থাকেন—কখন বিশুদ্ধ পানি পাবেন। তবে যন্ত্র মেরামত না হওয়ায় জানিয়ে দেওয়া হয়, পানি পাওয়া যাবে না। শুনে নিরাশ হয়ে ফিরে যান সবাই।

যাঁরা পানি আনতে গিয়েছিলেন, তাঁদের একজন হোসাইন আহমেদ। তিনি একটি স্কুলে শিক্ষকতা করেন। স্ত্রী, সন্তান আর ভাইবোনকে নিয়ে রয়েছেন জামিয়া রাহামানিয়া আশ্রয়কেন্দ্রে। তিনি বলেন, ‘গাড়ি এসেছে দেখে লোকজনকে ডেকে এনেছিলাম।

গাড়ির চালক ও অপারেটর আবদুস সালাম পানি বিশুদ্ধ করার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর চেষ্টা করেন। তবে কাজ করছিল না পানি ওঠানোর পাম্প
ছবি: প্রথম আলো

নৌকা না থাকায় অনেকেই পানিতে ভিজে এসেছেন। পরে জানা গেল যন্ত্র নষ্ট, পানি দেওয়া যাবে না। আনার আগে সবকিছু ঠিক আছে কি না, সেটা যাচাই করার দরকার ছিল।’

বিকেল সাড়ে চারটার দিকে তেলিখাল বাজারসংলগ্ন হাবির দোকান এলাকায় ওই গাড়িকে সিলেটের উদ্দেশে ফিরতে দেখা যায়। তখন গাড়িতে থাকা আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু মেরামত করা যায়নি। সিলেটে নিয়ে দেখতে হবে, কী সমস্যা হয়েছে।’

বিশুদ্ধ পানি সরবরাহ করতে সিলেট থেকে আরেকটি গাড়ি পাঠানো হচ্ছে বলেও জানান আবদুস সালাম।