যুবকের পেটে ছিল ৪৫ পোঁটলা ইয়াবা

ইয়াবা
ফাইল ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় মনজুর আলী (৩৮) নামের এক যুবকের পেট থেকে ৪৫ পোঁটলা ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে সাতকানিয়া থানায় বিশেষ কৌশলের মাধ্যমে ইয়াবার পোঁটলাগুলো পেট থেকে বের করে আনেন পুলিশ সদস্যরা।

মনজুর আলী কক্সবাজার সদরের ঝিলংঝা মুহুরীপাড়া এলাকার বাসিন্দা। তিনি ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। দুপুরে মনজুর আলীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সাতকানিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মমিন হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক যুবক পেটের ভেতর ইয়াবা নিয়ে গাড়িতে ওঠার জন্য কেরানীহাটের একটি রেস্তোরাঁর সামনে অপেক্ষা করছেন। পরে ওই এলাকায় অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি দেখে এক যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে মনজুর আলী নামের ওই যুবককে আটক করা হয়। এরপর ওই যুবক পেটের ভেতরে করে ইয়াবা পাচারের কথা স্বীকার করেন।

আজ দুপুরে সাতকানিয়া থানা-পুলিশের হেফাজতে থাকাকালে মনজুর আলী বলেন, এক ব্যক্তির সঙ্গে ২০ হাজার টাকার চুক্তিতে পেটের ভেতরে করে ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তিনি।

সাতকানিয়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে প্রথম আলোকে বলেন, ওই যুবক পেটের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকারের পর গতকাল রাতে এক্স-রে করানো হয়। পরে আজ সকালে ওষুধ সেবনের মাধ্যমে তাঁর পেট থেকে স্বচ্ছ টেপ ও পলিথিন মোড়ানো ৪৫ পোঁটলা ইয়াবা বের করা হয়। ওই পোঁটলাগুলোর প্রতিটিতে ছিল ৫০টি ইয়াবা।