রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাসা থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রাজশাহী নগরের পদ্মা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা তিনটার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ওই পুলিশ কর্মকর্তাসহ ভবনের লোকজন মিলে সিলিং ফ্যান থেকে মরদেহ নামান।

মারা যাওয়া নারীর নাম নাজমা ইসলাম (৫৭)। তিনি রাজশাহী মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার নুরুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, দুপুরে নুরুল ইসলাম বাসার বাইরে গিয়েছিলেন। পরে এসে দেখেন দরজা বন্ধ। এরপর ওই ভবনের অন্য পরিবারের সদস্যদের নিয়ে তিনি ভেতরে প্রবেশ করে দেখেন তাঁর স্ত্রী সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। তখনই তাঁকে নামানো হয়। পরে বেলা তিনটার দিকে খবর পেয়ে চন্দ্রিমা থানা–পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দম্পতির দুই ছেলেমেয়ে রয়েছেন। তাঁরাই এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে জানাবেন।

চন্দ্রিমা থানার পরিদর্শক মইনুল বাশার বলেন, তাঁরা ঘটনাটি জানার পরই মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠিয়েছেন। এ ঘটনার কারণ এখন পর্যন্ত তাঁরা জানতে পারেননি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি।