রাজশাহীতে দুটি বাসে আগুন

রাজশাহীতে বিআরটিসির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার নগরের নওদাপাড়া এলাকার ট্রাক টার্মিনালে
প্রথম আলো

রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরের নওদাপাড়া ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনমাস্টার আবদুর রউফ বলেন, তাঁরা ভোর ৬টা ৪০ মিনিটে খবর পান নওদাপাড়া বাস টার্মিনালে কে বা কারা দুটি বাসে আগুন দিয়েছে। পরে সেখানে পৌঁছে সকাল সাতটার মধ্যেই আগুন নেভানো হয়। আগুনে একটি বাসের সবগুলো আসন এবং আরেকটি বাসের কয়েকটি আসন পুড়ে গেছে।

পুলিশ জানিয়েছে, টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দুটি বাসের মধ্যে একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ওই আগুন পাশে থাকা আরেকটি বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাস দুটি টার্মিনালে টানা ৯ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাসের চাকার আশপাশে ঘাস গজিয়েছে। ওই জায়গায় কেউ গিয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রাজশাহীতে বিআরটিসির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার নগরের নওদাপাড়া এলাকার ট্রাক টার্মিনালে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়
প্রথম আলো

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস বলেন, পুলিশের টহল দল ধোঁয়া দেখে টার্মিনালে যায়। কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। তাই এর সঙ্গে হেফাজতে ইসলামের ডাকা হরতালের কোনো যোগসূত্র এখনই পাওয়া যাচ্ছে না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, হেফাজতে ইসলামের হরতাল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে। রাজশাহীতে হরতালের কোনো প্রভাব নেই। সবকিছু স্বাভাবিক চলছে।

এদিকে রাজশাহীতে হরতালের সমর্থনে কোথাও হেফাজতে ইসলামের কোনো মিছিল বা তাদের নেতা-কর্মীদের দেখা যায়নি।