রাজশাহীতে প্রশিক্ষণ বিমানে দুর্ঘটনা

দুর্ঘটনার কবলে পড়া প্রশিক্ষণ বিমান। শনিবার বিকেলে রাজশাহীর হজরত শাহমখদুম (র.) বিমানবন্দরের রানওয়েতে।ছবি: সংগৃহীত

রাজশাহীর হজরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এতে কেউ হতাহত হননি। আজ শনিবার বেলা তিনটার দিকে বিমানবন্দরের রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দরের নিরাপত্তা তত্ত্বাবধায়ক আবদুল মতিন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৫ সালের ১ এপ্রিল রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষণার্থী তামান্না রহমান (২২) বিমানের ভেতরেই পুড়ে মারা যান। পরে প্রশিক্ষক লে. কর্নেল সাঈদ কামাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আবদুল মতিন বলেন, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে নামার সময় পেছনের ডান পাশের একটি চাকায় সংযুক্ত লোহার কাঠামো ভেঙে যায়। এ অবস্থায় আবার আকাশে ওড়ার চেষ্টা করলে হুমড়ি খেয়ে পড়ে সামনের বড় চাকাটিও লোহার কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানবন্দরের এই নিরাপত্তা তত্ত্বাবধায়ক জানান, বিমানটিতে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিফ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান চালক হিসেবে ছিলেন। তাঁর সঙ্গে প্রশিক্ষণার্থী হিসেবে ছিলেন রায়হান গফুর। দুজনই অক্ষত রয়েছেন। এ দুর্ঘটনার কারণ জানতে ফ্লাইং একাডেমির কর্মকর্তারা কাজ করছেন।

এর আগে ২০১৫ সালের ১ এপ্রিল রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষণার্থী তামান্না রহমান (২২) বিমানের ভেতরেই পুড়ে মারা যান। পরে প্রশিক্ষক লে. কর্নেল সাঈদ কামাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।