রাজশাহী বিভাগে করোনায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৪

করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গতকাল শুক্রবার থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। তাঁরা পাবনা ও বগুড়ার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৩২।

একই সময় ১ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৬৪ জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৯।

আজ দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা কমেছে। আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছিল ১ হাজার ৫৭৩ জনের, শনাক্ত হয়েছিল ২৬৬ জন, শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৯১।

অর্থাৎ গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষার পাশাপাশি শনাক্তের সংখ্যা ও হার—দুটিই কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬৪ জনের মধ্যে পাবনায় সর্বোচ্চ ৬৮ জন। এ ছাড়া সিরাজগঞ্জে ৩৫ জন, বগুড়ায় ৩৪, জয়পুরহাটে ১৪, রাজশাহীতে ৯ ও চাঁপাইনবাবগঞ্জে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন বিভাগের নওগাঁ, নাটোরে নমুনা পরীক্ষা হয়নি। নতুন আক্রান্ত ১৬৪ জন নিয়ে বিভাগে এখন পর্যন্ত শনাক্ত রোগী দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৮৯ জনে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, আশা করা যাচ্ছে দ্রুতই সংক্রমণের হার ১০–এর নিচে নেমে আসবে।