রাজশাহী বিভাগে করোনা শনাক্ত ১৭ হাজার ছাড়াল

করোনার প্রতীকী
রয়টার্স

রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড–১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ছাড়াল। মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, বিভাগে নতুন করে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার ২৬ জন, বগুড়ার ৫২, নাটোরের ১৫ ও সিরাজগঞ্জের ১৫ জন রয়েছেন। বিভাগে এখন পর্যন্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৭। এর মধ্যে মারা গেছেন ২৪৫ জন। আর সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৫৭ জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহী জেলায় দুজন করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৪৫। এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ ৬ হাজার ৩৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন বগুড়ায়। রাজশাহীতে ৪ হাজার ৩৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৬৩, নওগাঁয় ১ হাজার ১১১, নাটোরে ৮০১, জয়পুরহাটে ৮৯৭, সিরাজগঞ্জে ১ হাজার ৮৫৯ ও পাবনায় ৯৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।