রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

করোনায় মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ২ হাজার ৪৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১২৭ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ২১ শতাংশ। আজ শুক্রবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা যাওয়া দুজনের বাড়িই রাজশাহী জেলায়। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৩১। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ৪৩, সিরাজগঞ্জের ২৪, বগুড়ার ১৯, জয়পুরহাটের ১৪, পাবনার ১২, নাটোরের ৮, চাঁপাইনবাবগঞ্জের ৫ ও নওগাঁয় ২ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৯৭ হাজার ২০। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৩ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯২ হাজার ১৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন। আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬৯ জনের নমুনা পরীক্ষায় ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ৭ দশমিক ৪৩।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডের ২৪০ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৫৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন।