রাজাপুরে ট্রলির ধাক্কায় ৫ বছরের শিশু নিহত
ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই ট্রলির ধাক্কায় পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার উত্তমপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তাসমিয়া। সে উপজেলার আধাখোলা গ্রামের সৌদিপ্রবাসী মো. এনামুল হোসেনের মেয়ে ও উত্তমপুর মোহাম্মদীয়া নূরানী কিন্ডারগার্টেনের ছাত্রী।
তাসমিয়ার দাদা মো. হাবিব হোসেন বলেন, আজ সকালে তাসমিয়া তাঁর মা জাহানারা বেগমের সঙ্গে উত্তমপুর বাজারের পাশ দিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ইটবাহী ট্রলি তাসমিয়াকে ধাক্কা দেয়। এতে তাসমিয়া মাথায় গুরুতর আঘাত পায়।
এ সময় স্থানীয় লোকজন তাসমিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাসমিয়াকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, পরিবারের অভিযোগ থাকলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই ট্রলিচালক পালিয়ে গেছেন।