রাতে গেলেন তারাবিহ পড়তে, সকালে মিলল লাশ

ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর গ্রামের আবদুস সামাদ খন্দকার (৫৫) নামের এক ব্যক্তি গতকাল রোববার রাতে বাড়ির পাশের একটি মসজিদে তারাবিহর নামাজ পড়তে যান। রাতে তিনি বাড়ি ফেরেননি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। শেষপর্যন্ত আজ সোমবার সকালে বাড়ির পাশের একটি গাছের মগডালে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

নিহত সামাদ খন্দকার সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের মৃত রহিমুদ্দিন খন্দকারের ছেলে। তিনি কৃষক ছিলেন।

সামাদের ছেলে জুয়েল রানা বলেন, কয়েক দিন ধরে তাঁর বাবা ঠিকমতো খাওয়াদাওয়া করেননি। পরিবারের লোকজনের সঙ্গেও তেমন কথা বলেননি। তিনি কয়েক মাস ধরে মানসিক সমস্যায় ভুগেছেন। এ ঘটনায় জুয়েল আজ বেলা ১১টায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যার উপসর্গ পাওয়া গেছে। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে লাশটি দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। নিহত সামাদের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে আছে।