রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে মহাসড়ক অবরোধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ ও সিলেকশন পদ্ধতি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এর আগে তাঁরা বেলা সাড়ে ১১টার দিকে মূল ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেন।
দুপুর একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ চলছিল। অবরোধে অংশ নেওয়া জাহাঙ্গীরপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, ‘আমরা মূলত দ্বিতীয়বার ভর্তির দাবিতে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। ২০২০ সালে আমরা অটোপাস করেছি। করোনার সময় আমাদের অনেক আত্মীয় করোনায় আক্রান্ত হয়েছেন। আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষার শিডিউল (পরীক্ষা সূচি) দেওয়া হয়েছিল, সেটাও বারবার পরিবর্তন হয়েছে। করোনা পরিস্থিতিতে সবাই বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে গিয়েছে। তাই অন্তত এ বছর সিলেকশন পদ্ধতি বাতিল করে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দেওয়া হোক।’
সংগ্রাম খান নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় আমাদের ট্যাক্সের টাকায় চলে, তাহলে আমাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না কেন? আমরা প্রথমবার চান্স পাইনি বলে সমাজে নানা অপমান নিয়ে বাঁচতে হচ্ছে। প্রতি পদে পদে লাঞ্ছনা-অপদস্থ হতে হচ্ছে। আমরা এর সুষ্ঠু পদক্ষেপ চাই। আমরা দ্বিতীয়বার ভর্তিপরীক্ষা দিতে চাই।’
অবরোধের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ‘রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই’, ‘দেশের বোঝা না বাড়িয়ে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দিন’, ‘সিলেকশন সিস্টেম বাতিল চাই, সুন্দর একটা জীবন চাই’, ‘দেশের বোঝা না করে, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চাই’—শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে এসব স্লোগান দেখা গেছে।
এদিকে অবরোধ শুরুর পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করার আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা সরাসরি উপাচার্যের সঙ্গে কথা বলার আগে কর্মসূচি শেষ করতে রাজি হননি বলে জানা গেছে।