রামগতিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ জনের কারাদণ্ড

পৌরসভা নির্বাচন
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার ও প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করার দায়ে চারজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পূদম পুষ্প চাকমা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত চারজন হলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী মো. সোহেল হাওলাদারের কর্মী মো. আবদুল করিম, মো. রাজু, মো. শরিফুল ইসলাম ও কাউন্সিলর প্রার্থী নিজাম উদ্দিনের কর্মী মো. রিয়াজ উদ্দিন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, শুক্রবার রাত আটটার পর ৩ নম্বর ওয়ার্ডের চরসেকান্দর শফিক একাডেমি উচ্চবিদ্যালয় এলাকায় নিজেদের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে অবৈধ প্রভাব বিস্তার করার চেষ্টা করলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি থানার পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।