২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রূপসায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

খুলনার রূপসা উপজেলায় ট্রলির ধাক্কায় সুমী পাল (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আলাইপুর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

সুমী পাল পিঠাভোগ পালপাড়া এলাকার বিশ্বজিৎ পালের মেয়ে ও রূপসা বঙ্গবন্ধু কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় ট্রলিচালককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলাইপুর থেকে ভ্যানে করে রূপসার দিকে যাচ্ছিল সুমী। সেতুর কাছাকাছি একটি বাজারে ভ্যান থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়েছিল। তখন দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ট্রলিটি জব্দের পাশাপাশি ট্রলির চালক ইয়াসিন শেখকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।