রেললাইনের পাশ থেকে হিজড়ার লাশ উদ্ধার

হত্যা
প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল আটটায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত হিজড়ার নাম মুন্নি (৩৫)। তিনি আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকার বাসিন্দা। কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মুন্নি নামের ওই হিজড়াকে হত্যার পর লাশ রেললাইনের পাশে রেখে গেছে। লাশের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কুমিল্লার লাকসাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন বলেন, সকালে মুড়াপাড়া এলাকায় রেললাইনের পাশে লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে রেলওয়ের কুমিল্লা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। এরপর লাশটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মুন্নির মৃত্যুর কারণ জানা যাবে।