রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সমাবেশ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে সচিবালয়ে হেনস্থা ও তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার সেতু সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধন। শুক্রবার কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে
ছবি: প্রথম আলো

সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও তাঁকে হয়রানিমূলক মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ শুক্রবারও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এ নিয়ে এই আন্দোলন চতুর্থ দিনে গড়াল। এসব কর্মসূচি থেকে তাঁর বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহার ও তাঁকে নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার সেতুসংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন।

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে সচিবালয়ে হেনস্থা ও তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার সেতু সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধন। শুক্রবার কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে
ছবি: প্রথম আলো

মানববন্ধনে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের সভাপতি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির বক্তব্য দেন। বক্তারা রোজিনা ইসলামের দ্রুত মুক্তি দাবি করে ঔপনিবেশিক আমলের কালো আইন (অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট) বাতিলের দাবি জানান। এই দাবি পূরণ করা না হলে তাঁরা আরও কঠোর আন্দোলন কর্মসূচি আয়োজনের হুঁশিয়ারি দেন। এ সময় নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের নেতারা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।