রোজিনা ইসলামের মামলা তুলে নেওয়ার দাবিতে খুলনায় মানববন্ধন
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্থার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ শুক্রবার সকালে ও গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই কর্মসূচিগুলো পালিত হয়।
আজ সকালে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখা। অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম, কালের কণ্ঠের খুলনা জেলা প্রতিনিধি কৌশিক দে, খুলনা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের শিরোমনি এলাকায় খুলনা-যশোর মহাসড়কে যৌথভাবে মানববন্ধন করে খানজাহান আলী থানা এলাকার সাংবাদিকদের তিনটি সংগঠন। একই সময়ে ফুলতলা উপজেলায় সাংবাদিকদের অন্য একটি অংশ মানববন্ধন করে।