লক্ষ্মীপুরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল অটোরিকশাচালকের
লক্ষ্মীপুরে আগুন নেভাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে সিএনজিচালিত এক অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার দালাল বাজারে বাবলী সুপারমার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুন নেভাতে গেলে মো. আলম (২৪) নামের এক অটোরিকশাচালক নিহত হন।
নিহত আলম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ইউছুফের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল দিবাগত রাতে দালাল বাজারে বাবলী সুপারমার্কেটের রাজু স্টোর নামের একটি দোকানে আগুন লাগে। আগুনের খবর পেয়ে তৎক্ষণাৎ স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় অটোরিকশাচালক আলমও তাঁদের সঙ্গে যোগ দেন। আগুন নেভানোর একপর্যায়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে আলম গুরুতর আহত হন। পরে আলমকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রনজিত কুমার সাহা বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।