লক্ষ্মীপুরে ফুল দিয়ে ফেরার পথে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১৫
লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের সড়কের ডাকবাংলোর সামনে, প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের অন্তত ১৫ নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকালে উপজেলা পরিষদসংলগ্ন শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা মিছিল নিয়ে ফিরছিলেন। বিএনপি নেতাদের অভিযোগ, মিছিলটি সিনেমা হল এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাফুজুর রহমানের ব্যবসাপ্রতিষ্ঠান, বাসস্ট্যান্ড এলাকার ক্যাপ্টেন ফুড ও একটি ব্যায়ামাগার এবং ব্যায়ামাগারের সামনে থাকা দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সাবেক সভাপতি সুজন পাটোয়ারী, মো. সুমন হোসেন, মো. মাসুদ, রিয়াজ হোসেন, মো. শান্ত, মো. সোহেল, কাউছার হোসেন আহত হয়েছেন। তাঁরা সবাই ছাত্রদলের নেতা-কর্মী। তাঁরা রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদিকে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মন সুলতান, ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম ও জাকির হোসেন আহত হয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার অভিযোগ করে বলেন, ‘কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলে হামলা ও লাঠিপেটা করে তা পণ্ড করে দিয়েছেন। এ ঘটনায় আমাদের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া কর্মীদের মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে।’
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়া হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে দলের জ্যেষ্ঠ নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।