লরির ধাক্কায় অটোরিকশার ৫ তরুণ নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচ তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘড়িয়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণেরা হলেন অটোরিকশাচালক মো. তমাল (১৮), অটোরিকশার যাত্রী জুনায়েদ হোসেন (২৩), নাহিদ হোসেন (২১), আবদুস সামাদ (২১) ও জনি (২৮)।

হাইওয়ে নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর প্রথম আলোকে বলেন, তেঘড়িয়া এলাকায় আর্মি ক্যাম্পের সামনে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা অটোরিকশায় লরির ধাক্কায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। জনি ও আবদুল আহাদকে গুরুতর আহত অবস্থায় ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে সেখানে জনি মারা যান।

নিহত আবদুস সামাদের চাচাতো ভাই মো. রুবেল ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন তরুণ চাঁদপুর থেকে পদ্মা সেতু দেখতে ও রাতের খাবার খেতে অটোরিকশায় করে মাওয়া যাচ্ছিলেন। যাওয়ার পথে তেঘড়িয়া এলাকায় লরির ধাক্কায় তাঁরা দুর্ঘটনার শিকার হন।