সিলেট-৩ আসনে উপনির্বাচনে লাঙ্গল প্রতীক বিজয়ী হলে গণতন্ত্রের জয় হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেছেন, ‘পেশিশক্তি দিয়ে কিংবা বলপ্রয়োগ করে নির্বাচনে বিজয়ী হওয়া যায় না। জিততে হলে জনগণের ভালোবাসা আদায় করে নিতে হয়। জাতীয় পার্টির প্রার্থী জনগণের ভালোবাসায় এগিয়ে যাচ্ছেন। ষড়যন্ত্র করে তাঁর বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না।’
আজ সোমবার সন্ধ্যায় নির্বাচনী এলাকার দক্ষিণ সুরমার বাইপাস এলাকার একটি কমিউনিটি সেন্টারে এক সভায় তিনি এসব কথা বলেন। ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ স্মরণ’ সভার আয়োজন করে সিলেট জেলা জাতীয় পার্টি।
সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক্ব কুনু মিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব উছমান আলীর সঞ্চালনায় সভায় জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাংসদ শামীম হায়দার পাটোয়ারী, সাংসদ লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী, সাংসদ মেজর (অব.) রানা মো. সোহেল, সাংসদ লিয়াকত হোসেন খোকা, সাংসদ আহসান আদেলুর রহমান, সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ ও উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউদ্দিন বাবলু আরও বলেন, ‘সিলেটে এসে আতিকুর রহমানের (জাপা প্রার্থী) জনপ্রিয়তা দেখে আপ্লুত হয়েছি। নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ—এই তিন উপজেলাতেই লাঙ্গলের জয়জয়কার অবস্থা। ৪ সেপ্টেম্বর আতিককে বিজয়ী করলে এরশাদের আত্মা শান্তি পাবে।’
তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, ‘বিজয়ী হলে সিলেটের উন্নয়নের জন্য আতিক তাঁর সর্বশক্তি নিয়োগ করবে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে লাঙ্গল প্রতীকে ভোট দেবেন, ইনশা আল্লাহ লাঙ্গলের বিজয় সুনিশ্চিত।’
গত ১১ মার্চ করোনায় এ আসনের আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। গত ২৮ জুলাই এ আসনের ভোট হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতিতে আদালতের নির্দেশে ভোটের দিন নতুন করে নির্ধারণ করে নির্বাচন কমিশন। আগামী ৪ সেপ্টেম্বর এই আসনে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনে জাপা প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের হাবিবুর রহমান, নির্বাচনে নেমে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি-কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব) প্রতিদ্বন্দ্বিতা করছেন।