শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তাঁকে যৌন হয়রানি করার অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্রী প্রক্টরের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে ওই ছাত্রী উল্লেখ করেন, গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের পরিচিত একজনের সঙ্গে ক্যাম্পাসের পাশের একটি টিলায় ইফতার করতে বসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক এক ছাত্রসহ তিনজন তাঁদের উদ্দেশ্য করে কটুক্তি করেন। একপর্যায়ে তাঁরা ওই ছাত্রীর সঙ্গে বিকৃত আচরণ ও যৌন হয়রানিমূলক অশোভন ইঙ্গিত করেন। ওই তিন তরুণ সেখানে বসে মাদক সেবন করছিলেন বলে ওই ছাত্রী লিখিত অভিযোগে উল্লেখ করেন।

তবে অভিযুক্ত সাবেক ছাত্রও প্রক্টর বরাবর একটি অভিযোগ দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেছেন, তাঁরাও ইফতার করতে ওই টিলায় গিয়েছিলেন। সেখানে অভিযোগকারী ছাত্রীর বন্ধুরা হামলা চালিয়ে তাঁকে আহত করেছেন।

এ বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় দুটি পৃথক অভিযোগ পেয়েছেন তাঁরা। বিষয়টি প্রক্টরিয়াল বডি তদন্ত করে ব্যবস্থা নেবে।