শিক্ষক সমিতির নতুন সভাপতি দুলাল চন্দ্র, সম্পাদক কুদরত

সভাপতি দুলাল চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক কুদরত–ই–জাহান

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের’ (হলুদ প্যানেল) প্রার্থী দুলাল চন্দ্র বিশ্বাস। তবে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের’ (সাদা প্যানেল) প্রার্থী মো. কুদরত-ই-জাহান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে নির্বাচন পরিচালক অধ্যাপক রেজিনা লাজ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন হিসেবে পরিচিত। অন্যদিকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ’ বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন হিসেবে পরিচিত। নির্বাচনে সাধারণ সম্পাদক ব্যতীত বাকি সব পদে জয় পেয়েছেন হলুদ প্যানেলের প্রার্থীরা। নবনির্বাচিত সভাপতি দুলাল চন্দ্র বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক। সাধারণ সম্পাদক মো. কুদরত-ই-জাহান রসায়ন বিভাগের অধ্যাপক।

শিক্ষক সমিতির নির্বাচন পরিচালক রেজিনা লাজ জানান, নির্বাচনে সভাপতি পদে হলুদ প্যানেল থেকে ৫০০ ভোট পেয়ে জয়ী হন দুলাল চন্দ্র বিশ্বাস। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের অধ্যাপক মো. ছায়েদুর রহমান ৪৮৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেল থেকে কুদরত-ই-জাহান ৫০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলুদ প্যানেলের প্রার্থী অধ্যাপক জাফর সাদিক ৪৭৪ ভোট পেয়েছেন।

নির্বাচিত বাকি ব্যক্তিরা হচ্ছেন সহসভাপতি অধ্যাপক মোহা. মাইনুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান, যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক এ এইচ এম কামরুল আহসান। ১০টি সদস্য পদে নির্বাচিত ব্যক্তিরা হচ্ছেন সহযোগী অধ্যাপক রনক জাহান, সহযোগী অধ্যাপক মো. বনি আদম, সহযোগী অধ্যাপক মো. মতিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক রেজাউল হক আনসারী, সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুল, সহযোগী অধ্যাপক কামরুল হাসান, অধ্যাপক মোহা. আশরাফ উজ জামান, সহযোগী অধ্যাপক মো. আলতাফ হোসেন, সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত ও অধ্যাপক মো. আবদুস সামাদ।