উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম রুহুল আমিন বলেন, করোনায় আক্রান্ত ওই নারীর মৃত্যুর পর তাঁর স্বামী ও বাবার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। মৃত নারীর বাবার বাড়ি অন্বয়পুর ও স্বামীর বাড়ি নতুনপাড়া এলাকার বাসিন্দাদের করোনা পরীক্ষা করা হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জেলার ৭টি উপজেলার ১ হাজার ৮৫৮ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৭ জন। বাকিরা জেলা সদর হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানায় করোনার সংক্রমণ বাড়ছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।