শেরপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ লুৎফা বেগম। রোববার বিকেলে শেরপুর জেলা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে
ছবি: প্রথম আলো

শেরপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। তাঁর নাম লুৎফা বেগম (২২)। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঘাষিরপাড়া গ্রামের মো. রাসেল মিয়ার স্ত্রী।

আজ রোববার সকালে শেরপুর জেলা সদর হাসপাতালে স্বাভাবিকভাবে ওই নারী তিন সন্তানের জন্ম দেন। তিন সন্তানের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে।

আজ বিকেলে হাসপাতালের গাইনি ওয়ার্ডে কথা হয় লুৎফা বেগমের সঙ্গে। তিনি বলেন, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে ঢাকার একটি তৈরি পোশাক কারখানার কর্মী রাসেল মিয়ার সঙ্গে লুৎফার বিয়ে হয়।

দীর্ঘ চার বছর পর তিনি (লুৎফা) অন্তঃসত্ত্বা হন। গতকাল শনিবার রাতে অসুস্থ বোধ করলে স্বজনেরা তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করেন। এরপর আজ সকালে তিনি একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন। তিন সন্তান জন্ম হওয়ার পর আর সন্তান নেবেন না বলে জানান লুৎফা। সন্তানদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি।

জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. খাইরুল কবির আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মা ও তিন নবজাতক সুস্থ আছে। হাসপাতাল থেকে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ার সংবাদ শুনে অনেকেই শেরপুর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভিড় করেন।