শেরপুরের নকলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর নাম মো. আজি মিয়া (৬৫)। তাঁর বাড়ি উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউশা মধ্যপাড়া গ্রামে। এ সময় তাঁর মেয়ে মাহমুদা বেগম (৩৫) আহত হন। আজ শনিবার সকালে উপজেলার বাউশা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই নারীকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বাউশা মধ্যপাড়া গ্রামে আজি মিয়ার একটি ছাগল প্রতিবেশী ইসমাইল হোসেনের নারকেলগাছের চারা খেয়ে ফেলে। এ নিয়ে আজ সকাল সাতটার দিকে আজি মিয়ার সঙ্গে প্রতিবেশী ইসমাইল, মিজান ও তাঁদের সহযোগীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে বৃদ্ধ আজি মিয়াকে কিল–ঘুষি মারেন ও লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আজি মিয়া মারা যান। এ সময় বৃদ্ধ বাবাকে রক্ষা করতে গিয়ে তাঁর মেয়ে মাহমুদা বেগম আহত হন। ঘটনার পরপরই ইসমাইল ও মিজান পালিয়ে যান। সংবাদ পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
নকলা থানার উপপরিদর্শক (এসআই) মো. সবুজ মিয়া আজ সকালে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইসমাইলের স্ত্রী শিখা বেগম ও মিজানের স্ত্রী ইতি বেগমকে আটক করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।