শ্রীনগরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত
মুন্সিগঞ্জের শ্রীনগরে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম মো. রোহান (২০)। তিনি শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের সৌদি আরব প্রবাসী রুহুল আমিনের ছেলে। রোহান মোটরসাইকলটির চালকের আসনে ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোহান মঙ্গলবার সকালে শ্রীনগর শহর এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে ছনবাড়ী এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোহানের মাথায় গুরুতর জখম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা রোহানকে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে রোহান মারা যান। রোহানের স্বজনদের সঙ্গে কথা বলে তিনি এ কথা জানতে পেরেছেন।