শ্রীপুর আ.লীগের সভাপতি হুমায়ূন, সম্পাদক হারুন
গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। এতে হুমায়ূন কবির সভাপতি ও হারুন অর রশিদ সাধারণ সম্পাদক হয়েছেন।
দীর্ঘ সাত বছর পর এ কমিটি ঘোষণা করা হলো। এতে শেখ আবদুল লতিফ, মাহতাব উদ্দিন, ওয়াজ উদ্দিন ও আবুল খায়ের সহসভাপতি; মাসুদ আলম, আমজাদ হোসেন ও ফারুক আহমেদ মৃধা যুগ্ম সম্পাদক; মনির হোসেন, মো. উজ্জ্বল ও মো. হাবিবুল্লাহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন। এ ছাড়া অন্যান্য পদের নামও ঘোষণা করা হয়েছে।
সম্মেলন উদ্বোধন ও কমিটি ঘোষণা করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এতে অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য কর্নেল (অব) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ মো. ইকবাল হোসেন।
গাজীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, সমঝোতার ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে।