ষাঁড়ের লড়াই

>

সিলেট সদরের ঘোপাল এলাকায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। গ্রামবাসীর আয়োজনে ঘোপাল গ্রামের পশ্চিমের মাঠে এই লড়াই অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে আসা বাহারি নামের ছোট-বড় ৫০টি ষাঁড় দিয়ে লড়াই চলে। সম্প্রতি আয়োজিত এ ষাঁড়ের লড়াই নিয়ে ছবির গল্প।

ষাঁড় নিয়ে আসা হচ্ছে লড়াইয়ে
ষাঁড় নিয়ে আসা হচ্ছে লড়াইয়ে
রং দিয়ে সাজানো হয়েছে ষাঁড়
রং দিয়ে সাজানো হয়েছে ষাঁড়
ষাঁড় তো নয় যেন ছোটখাটো পাহাড়
ষাঁড় তো নয় যেন ছোটখাটো পাহাড়
লড়াই দেখতে আসা দর্শক
লড়াই দেখতে আসা দর্শক
চলেছে দুই ষাঁড়ের লড়াই
চলেছে দুই ষাঁড়ের লড়াই
মাথায় মাথায় টক্কর
মাথায় মাথায় টক্কর
ধরাশায়ী এক ষাঁড়
ধরাশায়ী এক ষাঁড়
ধামড়া দুই ষাঁড়ের যুদ্ধ
ধামড়া দুই ষাঁড়ের যুদ্ধ
বিজয়ের পর ফিরে চলা
বিজয়ের পর ফিরে চলা