সম্মেলনের এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল রাজশাহী মহানগর ছাত্রলীগ

ছাত্রলীগ

সম্মেলনের এক বছর পর রাজশাহী মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়। এতে সব মিলিয়ে বিভিন্ন পদে ২৭০ জনের নাম রয়েছে।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত বছর সম্মেলন করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। গতকাল এই কমিটিকে পূর্ণাঙ্গ করে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় দেরি হওয়ার বিষয়ে নূর মোহাম্মদ বলেন, অনেক সিভি পড়েছিল। সেগুলো যাচাই-বাছাই করতে সময় লেগেছে। যাচাইয়ের সময় দেখা হয়েছে, তাঁরা আদৌ ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের আদর্শ ধারণ করেন কি না। তিনি দাবি করেন, ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে বিবাহিত কেউ নেই, বিতর্কিতও কেউ নেই।

এর আগে গত বছরের ২৫ ফেব্রুয়ারি রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের চার দিন পর ঢাকা থেকে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে নূর মোহাম্মদকে সভাপতি আর সিরাজুম মুবিনকে সাধারণ সম্পাদক করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সহসভাপতি পদে আরেফিন পারভেজ ও মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসান রেজা এবং রাশিক দত্তকে সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়। কমিটির মেয়াদ তিন বছর।