সস্ত্রীক টিকা নিয়ে ইবির ভিসি বললেন, বিজ্ঞানকে অস্বীকার করে লাভ নেই

কুষ্টিয়ায় টিকা নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি শেখ আবদুস সালাম। আজ মঙ্গলবার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কেন্দ্রে
প্রথম আলো

করোনার টিকা নিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য শেখ আবদুস সালাম। তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও এ সময় টিকা দেন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কেন্দ্রে গিয়ে তাঁরা টিকা নেন।

টিকা গ্রহণের পর সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শেখ আবদুস সালাম বলেন, ‘সুন্দর পরিবেশ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় টিকা নিয়েছি। আমার ডায়াবেটিস আছে। টিকা নেওয়ার পর আমি স্বাভাবিক আছি। টিকা নিলাম কি না টেরই পেলাম না।’ তিনি আরও বলেন, ‘বিজ্ঞানকে অস্বীকার করে লাভ নেই। বিজ্ঞানকে অস্বীকার করলে মানবসভ্যতা এগোবে না। যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া বিশ্বাস করে না, মানবসভ্যতাকে এগিয়ে নেওয়া বিশ্বাস করে না, তারাই অপপ্রচার করে। সবাইকে বলি, দ্রুত টিকা নিয়ে সবাই নিরাপদ থাকুন।’

গতকাল সোমবার উপাচার্য টিকা নিতে নিবন্ধন করেছিলেন। তাঁর স্ত্রী রেবেকা সুলতানা গত শনিবার নিবন্ধন করেছিলেন।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় গতকাল পর্যন্ত ১৮ হাজার ৭৩৫ জন টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। টিকা গ্রহণ করেছেন ১২ হাজার ৮৯৬ জন। জেলায় প্রথম চালানে ৬০ হাজার ডোজ টিকা এসেছে।