সাতক্ষীরার পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সাতক্ষীরার পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরের দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজ ও পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন তালা উপজেলার পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া গ্রামের আবদুল্লাহ গাজী (৩৫) ও একই উপজেলার গণডাঙ্গা গ্রামের সুবাস হালদার (৭০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা এলাকায় হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের সামনে ব্যাটারিচালিত একটি ভ্যানের সঙ্গে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলচালক আবদুল্লাহ গাজী গুরুতর আহত হন। এ সময় স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এর আগে বেলা ১১টার দিকে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় পথচারী সুবাস হালদার গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তাঁর মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধারের পর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিজ নিজ স্বজনের কাছে তা হস্তান্তর করা হয়েছে।