সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন এক নারী

করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে অন্তত ১২৩ জন এবং এ ভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

আজ মারা যাওয়া নারীর নাম জোছনা খাতুন (২২)। তিনি কুমিল্লা জেলার দক্ষিণ কুমিল্লার ছোট শরিফপুর এলাকার মোশারফ হোসেনের স্ত্রী।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, জ্বর, সর্দি–কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার জোছনা খাতুন হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান। রফিকুল ইসলাম আরও জানান, বৃহস্পতিবারই ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি।

সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে জোছনা খাতুনের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।