সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট ও বজ্রপাতে মৃত্যু ৩

বজ্রপাত
ফাইল ছবি

সাতক্ষীরা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ও বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ও ধুলিহর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন অনীল গোলদার (৬০) ও রিপন হোসেন (২৪) এবং বজ্রপাতে মারা গেছেন নিরাপদ পাড়ই (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে কৃষক অনীল গোলদার বাড়ি থেকে গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন। বাড়ি থেকে মাত্র ৩০০ গজ যাওয়ার পর হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে তাঁর মাথার ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

রিপন তাঁর বোনের বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনিও মারা যান। অন্যদিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে বিলের মধ্যে একটি টংঘরে আশ্রয় নেন নিরাপদ পাড়ই। এ সময় বজ্রপাতে তিনি মারা যান।

ওই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধুলিহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবু সানা ও ফিংড়ি ইউপির চেয়ারম্যান শামছুর রহমান।