সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মাঠে চিকিৎসকেরা

চট্টগ্রামের সর্বস্তরের চিকিৎসক ও নার্সরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন ও সমাবেশ করে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানান। ২৩ অক্টোবর
ছবি: প্রথম আলো

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চিকিৎসকেরা রাস্তায় নেমেছেন। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে চট্টগ্রামের সর্বস্তরের চিকিৎসক ও নার্সরা মানববন্ধন ও সমাবেশ করে এ প্রতিবাদ জানান।  

হিন্দু ডক্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, যেভাবে মন্দির এবং বাড়িঘরে হামলা হয়েছে, তাতে তাঁরা ভীতসন্ত্রস্ত ও ক্ষুব্ধ। এ ধরনের মানসিক যন্ত্রণা তাঁদের স্বাভাবিক জীবনে প্রভাব ফেলেছে। তাঁরা এসব ঘটনায় অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চট্টগ্রামের সর্বস্তরের চিকিৎসক ও নার্সরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন ও সমাবেশ করে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানান। ২৩ অক্টোবর
ছবি: প্রথম আলো

এ প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তার। বক্তব্য দেন শিশুরোগ বিশেষজ্ঞ বাসনা মুহুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণয় দত্ত, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক সুভাষ মজুমদার, চন্দন দাশ, সৌমেন সরকার, জ্যেষ্ঠ চিকিৎসক শ্রী প্রকাশ বিশ্বাস, বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাহী সদস্য অসীম কুমার চৌধুরী, রাজদ্বীপ বিশ্বাস প্রমুখ।