সিইউএফএল ঘাটে বাড়তি ভাড়া আদায়, যাত্রীদের বিক্ষোভ

বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে নৌ চলাচল বন্ধ করে দিয়ে যাত্রীদের বিক্ষোভ। আজ বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ১৫ নম্বর সিইউএফএল ঘাটে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ১৫ নম্বর সিইউএফএল ঘাট দিয়ে নৌকায় পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন যাত্রীরা। বিক্ষুব্ধ যাত্রীরা আজ বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ঘাট বন্ধ করে রাখেন। এ সময় ঘাটের দুই পাশে শত শত যাত্রীর ভিড় লেগে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

ঘাটটি চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে ১৫ নম্বর ঘাট ও আনোয়ারা প্রান্তে সিইউএফএল (চট্টগ্রাম ইউরিয়া সারকারখানা) জেটি ঘাট। এটি দিয়ে দৈনিক কয়েক হাজার যাত্রী পারাপার করে। সাধারণত এই পথে নৌকায় ১০ টাকা ও ঘাটে ২ টাকা করে ভাড়া আদায় করা হয়।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ১৫ নম্বর সিইউএফএল ঘাট দিয়ে পারাপারের সময় যাত্রীদের কাছ থেকে নৌকায় ১৫ টাকা ও ঘাটে ৩ টাকা মিলিয়ে ১৮ টাকা করে আদায় করা হচ্ছিল। ওই ঘটনার প্রতিবাদে ঘাটের উপস্থিত যাত্রীরা তাৎক্ষণিকভাবে নৌকা পারাপারে বাধা দিয়ে পতেঙ্গা প্রান্তে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ শুরু করেন। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই পাশে শত শত যাত্রীর ভিড় পড়ে যায়।

ঘটনার পর রাত ১০টায় পতেঙ্গা থানা থেকে পুলিশ ঘটনাস্থল এসে যাত্রী ও নৌকার চালকদের সঙ্গে কথা বলে সমঝোতা করেন এবং জনপ্রতি ১২ টাকা ভাড়ায় যাত্রী পারাপারে রাজি হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী জাশেদুল আলম বলেন, অমানবিকভাবে জনপ্রতি ১৮ টাকা ভাড়া নেওয়ায় যাত্রীরা ক্ষিপ্ত হয়ে নৌকা পারাপারে বাধা দেন। দুই ঘণ্টা পর সমস্যা সমাধান হয়।

এ ব্যাপারে বন্দর বোট মালিক সমবায় সমিতি লিমিটেডের সদস্য ও ঘাটের উপ–ইজারাদার মো. আবচার বলেন, ভুল–বোঝাবুঝি হয়েছিল। তবে পরে সমাধান হয়ে যায়।