সিদ্ধিরগঞ্জে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডেকে নিয়ে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ রোববার বিকেলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ওই তরুণী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম শাহ্ আলম (২১)। তাঁর বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার দরবারপুর এলাকায়। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় থাকেন।
মামলা সূত্রে জানা গেছে, আট মাস আগে ঢাকার শনির আখড়ায় চাকরি দেওয়ার কথা বলে ওই তরুণীর কাছ থেকে তাঁর এসএসসির সার্টিফিকেটের কপি নেন শাহ্ আলম। এর পর থেকে শাহ্ আলমের সঙ্গে ওই তরুণীর কোনো যোগাযোগ ছিল না।
গত এক সপ্তাহ আগে ওই যুবক ওই তরুণীকে ফোন করে জানান, তাঁর কাছে এসএসসির সার্টিফিকেটের কপি রয়েছে। তখন ওই তরুণী বলেন, তাঁর মূল সার্টিফিকেট হারিয়ে গেছে। তাই শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট পুনরায় ওঠানোর জন্য তাঁর সার্টিফিকেটের ওই কপি প্রয়োজন। এরপর সার্টিফিকেট দেওয়ার জন্য ৭ ডিসেম্বর রাতে ওই তরুণীকে শাহ্ আলম সিদ্ধিরগঞ্জে ডেকে নিয়ে আসেন। এরপর তিনি কৌশলে নির্জন স্থানে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত শাহ্ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।