সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি, সুপেয় পানির সংকট

উজানে পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের পাঁচ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।সোমবার সদর উপজেলার গুনেরগাঁতী এলাকায়
ছবি: প্রথম আলো

উজান থেকে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় সদর উপজেলাসহ জেলার পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসতভিটায় পানি ওঠায় মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন উঁচু জায়গায় আশ্রয় নিতে শুরু করেছে। জেলার বিভিন্ন পানিবন্দী এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। দ্রুত পানি বাড়ায় জেলার শাহজাদপুর ও চৌহালীতে নদীভাঙন অব্যাহত আছে। তলিয়ে গেছে পাট, তিল, কাউন, ধঞ্চে, সবজিসহ বিভিন্ন ফসলের মাঠ।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিরাজগঞ্জ কার্যালয়ের গেজ রিডার (পানির পরিমাপক) হাসানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় যমুনা নদীতে ২০ সেন্টিমিটার পানি বেড়েছে। সোমবার বেলা তিনটায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় যমুনা নদীর হার্ড পয়েন্টে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টের বিপৎসীমা ১৩ দশমিক ৩৫ মিটার।

সোমবার দুপুরে সদর উপজেলার গুনেরগাতী, সইলাবাড়ী, দুখিয়াবাড়ী, রান্ধুনবাড়ী, পঞ্চশোনা, বড়শিমুল বেলোটিয়ার চর এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকার বাড়িঘরে পানি উঠেছে। অনেক বাড়ির নলকূপ ডুবে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।

যমুনা নদীতে অব্যাহত পানি বৃদ্ধির ফলে ফুলজোড়, করতোয়া, বড়াল, হুড়াসাগর, ইছামতীসহ জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি বাড়ছে। বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় পানিবন্দী মানুষের সংখ্যাও বাড়ছে। সুপেয় পানি, স্যানিটেশন, খাবারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট দেখা দিয়েছে। জেলার চৌহালী, শাহজাদপুরে নদীভাঙন অব্যাহত আছে। ওই এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ করা হচ্ছে।

বন্যার পানিতে তলিয়ে গেছে পাট, তিল, কাউন, ধঞ্চে, সবজিসহ বিভিন্ন ফসলের মাঠ। সোমবার সদর উপজেলার গুনেরগাঁতী এলাকায়
ছবি: প্রথম আলো

পাউবোর সিরাজগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বন্যায় ইতিমধ্যে শাহজাদপুরের ব্রাহ্মণগ্রাম, কৈজুরী, পাঁচিলসহ চৌহালী উপজেলার বাগুটিয়া ইউনিয়নও নদীভাঙনের কবলে পড়েছে। ভাঙনকবলিত এলাকায় ৪০ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে। এ ছাড়া ভাঙন রোধে ৩০ হাজার জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। আগামী তিন থেকে চার দিন যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাবলু কুমার প্রথম আলোকে বলেন, যমুনায় পানি বাড়ায় ইতিমধ্যে জেলা সদর, চৌহালী, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার ১ হাজার ৬০০ হেক্টর জমির পাট, তিল, আখ, আউশ, ধঞ্চে ও সবজির খেত পানিতে তলিয়ে গেছে। দ্রুত পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমবে।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ কর্মকর্তা আকতারুজ্জামান প্রথম আলোকে বলেন, বন্যাকবলিত উপজেলার ইউএনওদের কাছে এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণের জন্য ইতিমধ্যে ৯১১ মেট্রিক টন চাল, ২০ লাখ টাকা ও চার হাজার প্যাকেট শুকনা খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হবে।