সিরাজগঞ্জে আম কুড়াতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ জেলার মানচিত্র

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার তালম ইউনিয়নের তারাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু দুটি হলো ওই গ্রামের মোক্তার হোসেনের মেয়ে মুক্তি খাতুন (৮) ও তার খালাতো ভাই কাজীপুর উপজেলার সোনামুখী গ্রামের নুকুল হোসেনের ছেলে আশিকুর রহমান (৭)।

তালম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্বাস-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মাগরিবের আজানের আগে ঝড় হয়।‌ সম্ভবত আম কুড়ানোর জন্য শিশু দুটি পুকুর পাড়ে যায় এবং পা পিছলে পড়ে যায়।

মৃত আশিকুর রহমান শুক্রবারই খালার বাড়ি বেড়াতে এসেছিল।

আজ শনিবার সকাল ৮টার দিকে তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম প্রথম আলোকে বলেন, বাড়ির লোকজনের অগোচরে আম কুড়াতে গিয়ে শিশু দুটি পা পিছলে পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় মৃত দুই শিশুর দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।