সিরাজগঞ্জ সদর উপজেলা আ.লীগের নতুন সভাপতি হাকিম, সম্পাদক নুরুল

সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। রোববার সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে। রোববার দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে তাঁদের নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি আবদুল হাকিম দীর্ঘদিন জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দীর্ঘ সাত বছর পর সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান। অধিবেশন শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।