সিলেটের চার উপজেলাকে বন্যাদুর্গত অঞ্চল ঘোষণার দাবি

সিলেটের সিঙ্গার নদীর পানি উপচে আশপাশের এলাকা তলিয়ে গেছে। গতকাল সোমবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায়
ছবি: আনিস মাহমুদ

সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ—এই চার উপজেলাকে বন্যাদুর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ নামের স্থানীয় একটি সংগঠন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনের নেতারা জেলা প্রশাসক মো. মজিবর রহমান বরাবর এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে ওই চার উপজেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত পর্যাপ্ত ত্রাণসহায়তা প্রদানের পাশাপাশি তলিয়ে যাওয়া রাস্তাঘাট মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

স্মারকলিপি জমা দেওয়ার সময় সংগঠনের সভাপতি এ টি এম বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সহসভাপতি হাছান আহমদ, মো. নজমুল ইসলাম, আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। এ টি এম বদরুল ইসলাম প্রথম আলোকে জানান, জেলা প্রশাসনের তথ্য শাখায় জেলা প্রশাসক বরাবর তাঁরা স্মারকলিপিটি জমা দিয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়, এ বছর কয়েক দফা বন্যায় জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ফসল নষ্ট হয়েছে। একাধিক রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চলমান বন্যা পরিস্থিতিতেও অনেকের বাড়িঘরে পানি উঠেছে। এসব উপজেলার অধিকাংশ মানুষ পানিবন্দী অবস্থায় খাবারের সংকটে আছে। শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাই এসব উপজেলাকে বন্যা দুর্গত অঞ্চল ঘোষণা করা উচিত।