‌সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু

করোনায় মৃত্যু
ফাইল ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ‌তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮১৮ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ১৫। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল ‌বুধবা‌র সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া তিনজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৫১। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ২২, সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ৩ ও মৌলভীবাজারের ৮ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪১১। এর মধ্যে সিলেট জেলার ৩৩ হাজার ৪৯৮, সুনামগঞ্জের ৬ হাজার ২২৯, হবিগঞ্জের ৬ হাজার ৬১৪ ও মৌলভীবাজারের ৮ হাজার ৭০ জন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ১৩৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৭ হাজার ৮৪৮।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে করোনা শনাক্তের হার নিম্নমুখী। বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৯৯। এর মধ্যে ৮৯ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের সাত ও মৌলভীবাজারে তিনজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।