সিলেটে করোনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ৬৬

করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে চলতি মাসের ২২ দিনে করোনায় সংক্রমিত হয়ে ৩৮ জনের মৃত্যুর ঘটনা ঘটল।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৬৬ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে মোট ২১ হাজার ৯১১ জনের। বিভাগে করোনায় মারা গেছেন মোট ৩৮৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩১২ জন মারা গেছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদনে আজ শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে। একই দিনে বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৩ জন। তাঁদের মধ্যে সিলেট জেলার ২৮ ও মৌলভীবাজারের বাসিন্দা ১৫ জন। বিভাগে মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৫৯ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৬৬ জনের মধ্যে ৫৭ জন সিলেট জেলায় বাসিন্দা, ৫ জন হবিগঞ্জের ও ৪ জন মৌলভীবাজারের।

বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ২৬১ জনের, সুনামগঞ্জে ২ হাজার ৭৭৮, হবিগঞ্জে ২ হাজার ৪৬২ ও মৌলভীবাজারে ২ হাজার ৪১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে আজ সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত ১৯৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সবার জন্য স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সরকারি নির্দেশনা মেনে চলার বিকল্প নেই।