সিলেটে টিলা ধসে একই পরিবারের চারজনের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বৃষ্টিতে টিলা ধসে ঘর চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ভোর পাঁচটার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে বাড়ির পাশের টিলা ধসে পড়লে দুই ভাই রফিক আহমদ ও জুবের আহমদের ঘর চাপা পড়ে। এ সময় মাটি চাপা পড়ে জুবের আহমদ (৩৫) ও তাঁর স্ত্রী সুমি বেগম (৩০) ও ছেলে সাফি আহমদ (৫) মারা যান। মাটি চাপা পড়ে প্রাণ হারান রফিক আহমদের স্ত্রী মোছা শামীমা বেগম (৪৮)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই পরিবারের পাঁচ সদস্যের মধ্যে শামীমার স্বামী রফিক আহমদ ঘটনার সময় ঘরের বাইরের ছিলেন। তিনি ছাড়া অন্যরা ঘটনাস্থলে প্রাণ হারান।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ প্রথম আলোকে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাটিচাপা অবস্থা থেকে চারজনের লাশ উদ্ধার করেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত করা হবে কি না, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।