প্রতীকী ছবি

সিলেটের দ‌ক্ষিণ সুরমায় নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে তারেক মি‌য়া (১৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা একটার দিকে উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ইলিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তারেক মিয়া দ‌ক্ষিণ সুরমার জালালপুর এলাকার বা‌সিন্দা।

স্থানীয় ও পু‌লিশ সূত্রে জানা গেছে, মোগলাবাজার ইউ‌নিয়নের ইলিগঞ্জ বাজারে এক‌টি তিনতলা ভবনের নির্মাণকাজে নির্মাণশ্রমিক হিসেবে কাজ কর‌ছিলেন তারেক মিয়া। সোমবার বেলা একটার দিকে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়েন তারেক। এতে তি‌নি মাথা ও শরীরের বি‌ভিন্ন জায়গায় আঘাত পান।

এ সময় কাজে থাকা অন্য সহকর্মীরা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পু‌লিশের অতিরিক্ত উপক‌মিশনার (গণমাধ্যম) ‌বি এম আশরাফ উল্যাহ জানান, মত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।