সিলেটে মশকনিধনে বন্ধুসভার সদস্যরা

জাতীয় শোক দিবসে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালান সিলেট বন্ধুসভার সদস্যরা। রোববার নগরের জামতলা এলাকায়
ছবি: প্রথম আলো

সিলেটে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবসে এ কর্মসূচি শুরু হয়েছে। পরে আরও কয়েকটি ধাপে এ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।

রোববার বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরের তালতলা, মির্জাজাঙ্গাল ও জামতলা এলাকায় এ অভিযান চালানো হয়। এতে সহায়তা করে সিলেট সিটি করপোরেশন। মশকনিধন অভিযানে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে বন্ধুসভার সদস্যদের পাঁচটি ফগার মেশিন দিয়ে সহযোগিতা করা হয়।

বন্ধুসভার সদস্যরা জানান, নগরে মশার উৎপাত বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গুতে আক্রান্তের হারও বাড়ছে। সিলেট নগরেও পাওয়া গেছে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা। এ জন্য মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযানের পরিকল্পনা নেওয়া হয়।

রোববার নগরের তালতলা, মির্জাজাঙ্গাল ও জামতলায় অভিযান চালিয়ে এসব এলাকার বাসিন্দাদের বাড়িঘরের আশপাশ পরিষ্কার করা হয়। বাসিন্দাদের এডিস মশা সম্পর্কে সচেতনও করা হয়। মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে যাতে পানি না জমে, সেদিকে নজর রাখার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট প্রথম আলো বন্ধুসভার সভাপতি তামান্না ইসলাম, সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র দাস, অর্থ সম্পাদক অনিক চন্দ্র পাল, যোগাযোগ সম্পাদক শিব্বির আহমেদ, সুমীল বৈষ্ণব প্রমুখ।

তামান্না ইসলাম বলেন, টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় পানি জমে আছে। সড়কের পাশে ডাবের খোসা কিংবা খালি বোতলে জমে থাকা পানিতে মশা বংশ বিস্তার করে। সম্প্রতি মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্তের হার বাড়ছে বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। অন্যদিকে সিলেটের কয়েকটি এলাকায় ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা পাওয়ার খবরও প্রকাশিত হয়েছে।

তামান্না ইসলাম আরও বলেন, এডিস মশা যাতে বংশ বিস্তার করতে না পারে, সে জন্য সিটি করপোরেশনের সহযোগিতায় ফগার মেশিনের মাধ্যমে মশকনিধন অভিযান চালানো হয়েছে। কয়েকটি ধাপে এ অভিযান অব্যাহত থাকবে।