‌সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৩৭ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৪ দশমিক ৩০। বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ৫৪ হাজার ২৮৩ জনের। এর আগে সবশেষ ১৩ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৮৮।

বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১৩ জন, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ৭ ও মৌলভীবাজারের ১৪ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট মারা গেছেন ১ হাজার ১৪৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৯৫৩ জন, সুনামগঞ্জের ৭২, হবিগঞ্জের ৪৭ ও মৌলভীবাজারের ৭২ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে রোগীর চাপ কমছে। বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৯৬ জন।