সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও চারজনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেটে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ২৭৭ জন। এর আগে গত মঙ্গলবার জেলায় করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনা শনাক্ত হয়েছে ৬১ জনের। এ নিয়ে জেলায় ১৩ হাজার ২৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আক্রান্ত ৮৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় ১২ হাজার ৫৫২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এদিকে সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সকাল ৮টা পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে ২১৪ জন চিকিৎসাধীন।

প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।