সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী শনিবার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের কৃষি ও কৃষিপ্রধান সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী শনিবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। তবে শিক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যেই কেন্দ্রে পৌঁছাতে হবে। ২০২০-২১ শিক্ষাবর্ষে ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৪১৯ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এর মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৪৩১ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম প্রথম আলোকে জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে আসতে হবে।

উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হওয়া সাতটি বিশ্ববিদ্যালয় হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কৃষিসংক্রান্ত কিছু বিষয়), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।